বেরোবিতে প্রশাসনিক ভবনে তালা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈধ বিভাগীয় প্রধানের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন রসায়ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলছেন, বিভাগে আইন অনুযায়ী বিভাগীয় প্রধান না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবেন।
রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের দুই ফটকে তালা লাগিয়ে দক্ষিণ ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও সাবেক বিভাগীয় প্রধান এইচ এম তারিকুল ইসলাম, ড. বিজন মোহন চাকী ও অন্য শিক্ষকরা এবং রসায়ন বিভাগের শিক্ষার্থীরা।
রসায়ন বিভাগে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে অন্যায়ভাবে একজনকে বিভাগীয় প্রধান নিয়োগ করা হয়েছে। তার একের পর এক রীতিবিরুদ্ধ কাজে আমরা অতিষ্ঠ। আমরা যদি বিভাগীয় প্রধান পরিবর্তন করতে না পারি, তাহলে সমস্যা সমাধান করা সম্ভব নয়।
এইচ এম তারিকুল ইসলাম, রসায়ন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক
বিজ্ঞাপন
তিনি আরো বলেন, প্রয়োজন হলে প্রসাশনিক ভবন থেকেই বিভাগের সব কার্যক্রম পরিচালনা করা হবে। তবু আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি পালন করব।
ড. বিজন মোহন চাকী বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ (২০০৯ সনের ২৯ নম্বর আইন)-এর ২৮(৩) বিধি বলছে, ‘যদি কোনো বিভাগে অধ্যাপক না থাকেন, তাহা হইলে ভাইস-চ্যান্সেলর সহযোগী অধ্যাপকের মধ্য হইতে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভাগীয় প্রধান নিযুক্ত করিবেন। তবে শর্ত থাকে যে, সহযোগী অধ্যাপকের নিম্নের কোন শিক্ষককে বিভাগীয় প্রধান পদে নিযুক্ত করা যাইবে না ‘
এই আইন লঙ্ঘন করে একজন সহযোগী অধ্যাপককে গত বছরের ১৬ জুন নিয়োগ দেওয়া হয়েছে। শুধু তা-ই নয় শিক্ষার্থীদের ফরম পূরণ, পরীক্ষার ফলাফল প্রণয়নসহ নানা কাজে আমাদের বাধাগ্রস্ত করছে। তাই বিভাগীয় প্রধান পরিবর্তনের দাবিতে আমরা এ অবস্থান কর্মসূচি পালন করছি, যেগ করেন তিনি।
এ বিষয়ে বিভাগের প্রধান নিয়োগ ও ফলাফল-সংক্রান্ত বিষয় নিয়ে রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল এবং উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে একাধিকবার মুঠোফোনে কল ও এসএমএস দিলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য যে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ফাইনালের ফল প্রকাশের পর তা প্রত্যাহারের ঘটনায় ক্ষুব্ধ বিভাগটির শিক্ষার্থীরা। তাই সব সমস্যা সমাধানে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে নেমেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিপন তালুকদার/এনএ