ঢাবির আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আয়োজিত 'নতুন যুগে জাপানোলজি' শীর্ষক আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে সম্মেলন শুরু হয়। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নওকি ইতো। সম্মেলনে সভাপতিত্ব করেন জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বরকত।
বিজ্ঞাপন
জাপানিজ স্টাডিজ বিভাগকে এমন একটি সম্মেলনের জন্য ধন্যবাদ জানিয়ে ঢাবি উপাচার্য বলেন, এটি একটি দারুণ সম্মেলন। জাপানিজ স্টাডিজ বিভাগের একাডেমিক প্রচেষ্টার প্রশংসা করে রাষ্ট্রদূত নওকি ইতো।
দুই দিনব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, ভারত, ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর থেকে মোট ১৬টি প্রবন্ধ উপস্থাপন করা হচ্ছে। সম্মেলনের শেষ অধিবেশন অনুষ্ঠিত হবে শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায়।
বিজ্ঞাপন
এইচকে