রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্যারিস রোডে উপাচার্য বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। ৩১ ডিসেম্বরের পর তিনদিনের ব্যবধানে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আজ। 

ঘটনার ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিকস ডিজাইন বিভাগের শিক্ষার্থী উম্মে সালমা বৃষ্টি। এ সময় তিনি এক বান্ধবীসহ রিকশায় হলে ফিরছিলেন। 

ঘটনার প্রত্যক্ষদর্শী সাদিয়া নওশীন জানান, আমরা একসঙ্গে রিকশায় হলে ফিরছিলাম। একটা নীল রঙের বাইকে ২ জন ছিনতাইকারী ছিল। সাদা রঙের হুডি পরে ছিল তাদের একজন। আমরা চিৎকার করেও কাউকে পাইনি। পরে ছিনতাইকারীরা প্রশাসন ভবনের সামনে জোহা চত্ত্বর হয়ে বেরিয়ে যায়।

ভুক্তভোগী উম্মে সালমা বৃষ্টি জানান, ব্যাগ টান দেওয়াতে আমি রিকশা থেকে পড়ে যাবার উপক্রম হয়েছিল। পরে আমি ব্যাগ ছেড়ে দিই। এ সময় আমার ব্যাগে বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, ডকুমেন্টস ও ২৫ হাজার টাকা দামের একটি শাওমি ফোন ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, আমরা পুলিশকে জানিয়েছি। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী থানায় অভিযোগ করেছে। পুলিশ আইএমইআই নম্বর দিয়ে শনাক্ত করার কাজ চালাচ্ছে। আর মোটরসাইকেলের নম্বর শনাক্ত করার চেষ্টা চলছে। 

তবে ৩ দিনের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা আমাদের জন্য অবশ্যই চিন্তার। আমরা পুলিশকে সিসিটিভি ফুটেজ দিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ করবে।

এর আগে, ৩১ ডিসেম্বর দুপুরে প্যারিস রোডে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার ৩ দিন পেরুলেও এখনো পর্যন্ত স্পষ্ট করে কাউকে শনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ দিয়েছে।

মেশকাত মিশু/আরআই