অর্থসংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির অনিশ্চয়তায় থাকা ২০২০-২১ সেশনের রসায়ন বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থী রুনা মজুমদারের পাশে দাঁড়িয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

জানা যায়, সোমবার (৩ জানুয়ারি) ছিল ভর্তির শেষ সময়। এ সময়ের মধ্যে ভর্তির টাকা জোগাড় করতে না পারলে ঝড়ে পড়তে হতো তাকে। তবে সেটি হতে দেয়নি ইশা ছাত্র আন্দোলন। রুনার ভর্তি অনিশ্চয়তার বিষয়টি জানতে পেরে ভর্তি ফি জমা দেওয়ার শেষ সময়ের আগেই সহায়তা পৌঁছে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। তাতে যথাসময়ে ভর্তি হতে পেরেছেন রুনা মজুমদার। সহায়তা পেয়ে ইশা ছাত্র আন্দোলনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

এর আগে গত ২৮ ডিসেম্বর অর্থসংকটে ভর্তি অনিশ্চিত বাংলা বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থী সুলতান আহমদকেও সহায়তা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

এ বিষয়ে ঢাবি ইশা ছাত্র আন্দোলনের সভাপতি জামালুদ্দিন মুহাম্মদ খালিদ ঢাকা পোস্টকে বলেন, ভর্তি ফি জমা দেওয়ার শেষ সময় ঘনিয়ে এলেও বাবা হারানো রুনা মজুমদারের পক্ষে সব টাকা জোগাড় করা সম্ভব হয়নি। এক শুভাকাঙ্ক্ষীর মাধ্যমে বিষয়টি জানতে পারি। তারপর আমরা তৎক্ষণাৎ তার দায়িত্ব গ্রহণ করি।

তিনি বলেন, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার চেষ্টা করি। এরই অংশ হিসেবে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী আপুর পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা যে কোনো সাম্প্রদায়িক বা শ্রেণি সংগ্রামী দল নয়, এ কাজটি আশা করি সেটাকে প্রমাণিত করেছে।

এইচআর/এসএসএইচ