শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই তাদের সুবিধার্থে ক্যাম্পাসে শুরু হয়েছে নিবন্ধন কার্যক্রম। রোববার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবীর হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহীর উদ্দিন আহমেদ, প্রক্টর আলমগীর কবীর, রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন, সিলেট বিভাগীয় নির্বাচন কমকর্তা ফয়সল কাদের, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া, সিলেট সদর উপজেলা নির্বাচন কমকর্তা মোহাম্মদ এমদাদুল হক, বালাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার সোহরাব আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের নিবন্ধনের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ে এনআইডি বুথ স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের এনআইডি নিবন্ধনের ঝামেলা কমানোর লক্ষ্যে আমাদের এ উদ্যোগ।

উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দ্রুত এনআইডি নিবন্ধনের সুবিধার্থে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে এ বুথ স্থাপন করেছি। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

জুবায়েদুল হক রবিন/এসপি