ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ মনিরুজ্জামান বাদলের ৩০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টায় ঢাবির জগন্নাথ হল সংলগ্ন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটি।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ বাদলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এক মিনিট নীরবতা পালন করেন।

পরে শহীদ বাদলের আত্মত্যাগ ও রাজনৈতিক জীবন নিয়ে সংক্ষিপ্ত স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

১৯৯২ সালের ৯ জানুয়ারি শামসুন নাহার হলের সামনে মনিরুজ্জামান বাদল ঘাতকের নির্মম বুলেটে নিহত হোন। তার স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংলগ্ন শামসুন নাহার হলের সামনে ‘শহীদ মনিরুজ্জামান বাদল স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হয়।

এইচআর/এমএইচএস