গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে `রাষ্ট্রদূতের বৈশ্বিক অভিযাত্রা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ক্যাম্পাস অডিটোরিয়ামে আয়োজিত আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান।

গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক। উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ফ্যাকাল্টি অব ল’-এর ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, রেজিস্ট্রার মো. সাইফুলসহ বিভিন্ন বিভাগের চেয়ারপারসন, শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মসয়ূদ মান্নান বলেন, বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্ব ও সংগ্রামের ফলেই আজ আমরা স্বাধীন-সার্বভৌম দেশের নাগরিক। আমাদের লক্ষ্য এখন ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র গঠন করা। 

তিনি বলেন, বঙ্গবন্ধুর শিখিয়ে যাওয়া কূটনীতি আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছে। বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান যেমন অনন্য, তেমনি ভবিষ্যৎ বাংলাদেশের কূটনৈতিক নীতি প্রবর্তনেও ছিলেন অনন্য। বর্তমান সরকারও সব ভেদাভেদ ভুলে গোটা বিশ্বের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক গড়ে তুলেছে। 

রাষ্ট্রদূত এ সময় জার্মানি, মরোক্ক ও তুরস্কসহ বিভিন্ন দেশে দায়িত্ব পালনের নানা গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। পরে শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বৈশ্বিক পর্যায়ে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রিন ইউনিভার্সিটির আয়োজনে যোগদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান তিনি।

আইএসএইচ/জেএস