করোনার সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ সময় অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হলগুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। 

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৯টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সময় শিক্ষাকার্যক্রম যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনলাইনে অব্যাহত থাকবে। তাছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে প্রথম বর্ষের রেজিস্ট্রেশন ও শূন্য আসনে ভর্তিও বন্ধ থাকবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

মহিউদ্দিন মাহি/আরআই