আটক রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান

চাঁপাইনবাবগঞ্জ থেকে ফেনসিডিল নিয়ে আসার সময় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক আনিসুর রহমান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

আনিসুর রহমান খান বলেন, শুক্রবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে কোমল পানীয়র পাঁচটি বোতলে আনুমানিক ৬৫ বোতল ফেনসিডিল নিয়ে রাজশাহী ফিরছিলেন তিনি। রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল তাকে আটক করে। রাতেই তাকে জেলার সার্কিট হাউসে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা চাওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, নুরুজ্জামানের সরকারি গাড়িতে ফেনসিডিল বহন হচ্ছিল। ওই সময় নুরুজ্জামান ওই গাড়িতেই ছিলেন। আটকের পর তিনি নিজেকে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পরিচয় দেন। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সিদ্ধান্ত নেবেন তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে নাকি বিভাগীয় মামলা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, মাদক আইনে মামলা না হলে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে। 

রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, রাতে টেলিভিশনে নুরুজ্জামানের মাদকসহ গ্রেফতারের খবর পেয়েছি। এর চেয়ে বেশি কিছু আমি জানি না।

এসপি