পুলিশের সঙ্গে আটক রফিক

কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া এলাকা থেকে মোহাম্মদ রফিক (২২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় তার জুতার ভেতর থেকে অভিনব কায়দায় লুকানো ২৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম ঢাকাপোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক মোহাম্মদ রফিক টেকনাফের জাদিমোড়া রোহিঙ্গা শিবিরের বৃটিশপাড়া ক্যাম্পের বাসিন্দা আমির হোসেনের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম জানান, বিকেলে জাদিমোড়ার শাহ-ই-ইলাহী জামে মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল রফিক। এ সময় পুলিশের টহল দলের অবস্থান টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। পরে তাকে আটক করা হয়। এ সময় তার জুতার নিজের অংশে লুকানো ২৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটক রোহিঙ্গার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এসপি