মহসিন উল ইসলাম হাবুল ও ইকবাল হোসেন তাপস

জাতীয় পার্টি (জাপা) বরিশাল জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর কমিটিতে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইকবাল হোসেন তাপসকে সদস্য সচিব করা হয়েছে।

জেলা কমিটির আহ্বায়ক করা হয়েছে কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং বরিশাল সিটি করপোরেশনের কাউন্সিলর একেএম মর্তুজা আবেদীনকে। সদস্য সচিব করা হয়েছে এম.এ জলিলকে। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের- এমপি এই কমিটি অনুমোদন দেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জাতীয় পার্টির বরিশাল বিভাগের অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মো. সোহেলের আবেদনের প্রেক্ষিতে এবং পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু- এমপি’র সুপারিশে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি অনুমোদন দেওয়া হয়।

এর আগে জেলা জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। সবশেষ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয় মহসিন উল ইসলাম হাবুলকে এবং সদস্য সচিব ছিলেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। এ ছাড়া মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে ছিলেন একেএম মুর্তজা আবেদীন।

সৈয়দ মেহেদী হাসান/আরআই