কিশোরী যাত্রীকে পালাক্রমে ধর্ষণ, বাসচালকসহ তিনজন রিমান্ডে
অভিযুক্ত রাব্বি, রাব্বি মিয়া ও জাহিদুল
নরসিংদীতে কিশোরী যাত্রীকে (১৬) পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেফতার বাসচালক ও তার দুই সহকারীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০২ মার্চ) বিকেলে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহনাজ সিদ্দিকি এ আদেশ দেন।
নরসিংদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুন অর রশিদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার দত্তপাড়া এলাকার বাসচালক মো. রাব্বি (২৪), তার সহকারী মনোহরদী উপজেলার রাব্বি মিয়া (১৮) ও পলাশ উপজেলার দক্ষিণ দেওড়া এলাকার জাহিদুল হক (২০)। নির্যাতনের শিকার ওই কিশোরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
এর আগে মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে ওই তিনকে গ্রেফতার দেখানো হয়। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার শালিধা এলাকায় এক ময়লার ভাগাড়ের পাশে ওই কিশোরীকে মুখ বেঁধে ধর্ষণ করে তারা। পরে স্থানীয়দের সহায়তায় সন্ধ্যায় পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত তিনজনকে আটক করে। সকালে ওই কিশোরী বাদী হয়ে মামলা করার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বিজ্ঞাপন
নরসিংদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হারুন অর রশিদ জানান, ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত এক দিন করে তিনজনের রিমান্ড মঞ্জুর করেছেন। অভিযুক্ত তিনজনকে ঢাকায় নিয়ে ডিএনএ পরীক্ষা করা হবে। অন্যদিকে নির্যাতনের শিকার ওই কিশোরীর সঠিক বয়স নির্ধারণের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রাকিবুল ইসলাম/আরএআর