বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সরকার বিএনপিকে ভয় পায়। তারা বিএনপিকে এত ভয় পায় যে দিনের ভোট রাতে নিয়ে নেয়। 

বুধবার (০২ মার্চ) শেরপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তেল, চাল, ডাল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা শহরের শাপলা চত্বর খোয়ারপাড় মোড়ে এ সমাবেশের আয়োজন করা হয়। 

রুমিন ফারহানা বলেন, দেশের ৫০ শতাংশ মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। লাখ লাখ লোক চাকরি হারিয়ে বেকার হয়ে গেছে। দেশের সাধারণ মানুষ এখন অনেক কষ্টে বেঁচে আছে। বেসরকারি অনেক চাকরিজীবীর বেতন কমেছে। 

তিনি বলেন, আওয়ামী লীগ দীর্ঘদিন পর ২০০৯ সালে ক্ষমতায় এসেছে। তবুও সেটি জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যেমে। এর আগে তারা ভোটের জন্য রাস্তায় রাস্তায় ঘুরেছে। তারা ওয়াদা করেছিল ১০ টাকা কেজি চাল খাওয়াবে। আজ চালের কেজি ৫০ থেকে ৬০ টাকা কেজি। এরপর ২০১৪ সালের নির্বাচন সেটির বিষয়ে আর কি বলবো? সেসময় ভোটের আগেই সংসদ গঠিত হয়েছে। কিন্তু তখন ভোটকেন্দ্রেগুলোতে ভোট বলতে কিছু ছিল না। 

রুমিন বলেন, এই সরকার টিকে আছে খুন, গুম ও মিথ্যা মামলা দিয়ে।  আওয়ামী লীগ বিএনপিকে এতটায় ভয় পায় যে মিথ্যা বানোয়াট মামলায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রেখেছিল। আমরা সব হিসেব খাতায় তুলে রেখেছি। সময় আসলে দেখে দেখে শোধ নিব। বিএনপি হচ্ছে জনগণের দল, জনমানুষের দল। এই দলকে নিশ্চিহ্ন করা অত সহজ না।  

তিনি আরও বলেন, ক্ষমতাসীন দলের অনেক নেতারা বলে দেশ উন্নয়নের জোয়াড়ে ভাসছে। দেশে দরিদ্র কেউ নাই। তাহলে বাংলাদেশে এত ভিক্ষুক কেন? আপনারা কি রাস্তা দিয়ে হাটেন, না বিমানে চড়ে বেড়ান? এসব কিছু চোখে পড়ে না? সময় বেশি দিন নাই, বিমান থেকে টেনে মাটিতে নামাব। 

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহজাদা, বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।

জাহিদুল খান সৌরভ/আরএআর