পদ্মার আইড় বিক্রি হলো ১৭ হাজারে
রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে মাজেদ হালদার নামে এক জেলের জালে ১১ কেজি ওজনের একটি আইড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়। বুধবার (২ মার্চ) ভোররাতে পদ্মা নদীর ৭ নং ফেরিঘাটের অদূরে মাছটি ধরা পড়ে।
আজ সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া বাজারের দুলাল মণ্ডলের আড়তে আনলে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ ১৫শ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন। পরে তিনি ঢাকার কয়েজন ব্যবসায়ীর সাথে ফোনে যোগাযোগ করে একজনের কাছে ১৫৫০ টাকা কেজি দরে মোট ১৭ হাজার ৫০ টাকায় বিক্রি করে দেন।
বিজ্ঞাপন
গোয়ালন্দ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা সকল মাছই সুস্বাদু। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই পদ্মার মাছ কিনে নেন। বর্তমানে পদ্মায় পানি কম থাকায় জেলেদের জালে খুব একটা মাছ ধরা পড়ছে না।
মীর সামসুজ্জামান/আরআই
বিজ্ঞাপন