সিইসি সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাবে
দেশে যে কোনো সময় গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বাজবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, বিজয়ের জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে। অবৈধ এই সরকার জনগণের সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। এখন তাদের কিছু জনবিচ্ছিন্ন নেতা বলে বেড়াচ্ছেন খালেদা জিয়া আর তারেক রহমান নাকি ভোট করতে পারবে না। আওয়ামী লীগের এই স্বপ্নপূরণ হবে না। দেশে যে কোনো সময় গণঅভ্যুত্থান হবে। সরকারের বিদায় ঘণ্টা বাজিয়ে জনগণ খালেদা জিয়াকে মুক্ত ও তারেক রহমানকে বিদেশ থেকে নিয়ে আসবে। তারপর নির্বাচন হবে।
বুধবার (২ মার্চ) বিকালে রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর মহানগর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বিজ্ঞাপন
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটাবে দাবি করে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা নির্বাচন কমিশন নিয়ে ভাবছি না। উনি সরকারের লোক, ওনাকে নিয়ে এখন মাথা ঘামাতে চাই না। আমরা চাই নির্দলীয়-নিরপেক্ষ সরকার ব্যবস্থা। যার অধীনে নির্বাচন হলে সব দল অংশ নেবে। আমরা সেই দাবি মানতে বাধ্য করাব।
রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন; জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইছ আহমেদ, রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কৃষক দলের নেত্রী রোজিনা আকতার ডলি খান, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামসুজ্জামান সামুর, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল সহ অন্যান্যরা।
বিজ্ঞাপন
এ সময় সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। এ কারণে দেশের মানুষের কাছে কোনো দায়বদ্ধতা নেই। এই সরকার অবৈধ সরকার, রাতের অন্ধকারে ভোট চুরি করা সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একটাও রক্ষা করেনি। ভোটের আগে দশ টাকায় চাল খাওয়াতে চাইলেও এখন তা ৫০-৭০ টাকা। তেল-গ্যাস, চাল-ডাল, বিদ্যুৎ, চিনিসহ সব কিছুই মানুষের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা।
বক্তারা সরকার প্রধান ও নতুন নির্বাচন কমিশনারের কঠোর সমালোচনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভের অনুমতি না পাওয়ায় বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সম্মুখে সড়কের একদিক দখলে নিয়ে ট্রাকে অস্থায়ী মঞ্চ করে সেখানে সমাবেশ করেন। এ সময় সমাবেশ স্থলের চারপাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান করায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে নগরীর একপাশে চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশ ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।
ফরহাদুজ্জামান ফারুক/আরআই