নাটোরে পুকুরে বিষ দিয়ে ১২ লাখ টাকার মাছ নিধন
নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ মার্চ) রাতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে রুহুল ও খালেকের লিজকৃত পুকুরে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে রুহুল ও খালেকের পুকুরে কে বা কারা বিষ প্রয়োগ করে। পরে আজ (বৃহস্পতিবার) ভোরে সব মাছ মরে ভেসে ওঠে। পুকুরে রুই, কাতলা, তেলাপিয়া, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১২ লাখ টাকার মাছ ছিল। মাছগুলো কিছুদিন পরেই বাজারে বিক্রি করা হতো বলে জানা যায়।
বিজ্ঞাপন
পুকুর মালিকরা জানান, আমরা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এ মাছ চাষ শুরু করি। আমাদের প্রায় ১২ লাখ টাকার মাছ মরে গেছে। এখন আমরা কীভাবে এ টাকা পরিশোধ করব তা নিয়ে চিন্তিত।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর এ আলম সিদ্দিকী বলেন, মাছ নিধনের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
তাপস কুমার/আরআই