বিচ্ছেদের ছয় মাস পর সাবেক স্বামীকে বিয়ে, তিনদিনেই লাশ
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়
মুন্সিগঞ্জে বিচ্ছেদের ছয় মাস পর সাবেক স্বামীকে বিয়ের তিনদিনের মাথায় লাশ মিলল পারুল বেগম (৪২) নামের এক নারীর। স্বামীর হাতে পারুল বেগম (৪২) খুন হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ ঘটনায় স্বামী আলমগীর খানকে আটক করেছে পুলিশ।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) ভোরে আলমগীর খানকে আটক করা হয়। রোববার (০৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে খুন হন পারুল।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্বামী আলমগীর খানের সঙ্গে স্ত্রী পারুল বেগমের কলহ চলছিল। এটিকে কেন্দ্র করে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে আবার বিয়ে করেন তারা।
পারিবারিক বিষয় নিয়ে রোববার রাত ১টার দিকে দুজনের ঝগড়া শুরু হয়। এ সময় দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে স্ত্রী পারুলকে গলা টিপে ধরেন স্বামী আলমগীর খান।
বিজ্ঞাপন
পারুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘর থেকে বেরিয়ে যান আলমগীর। তখন পারুলকে মৃত অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। খবর পেয়ে পারুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। সেই সঙ্গে আলমগীর খানকে আটক করা হয়।
পারুল বেগমের দুই ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে। আলমগীর ঢাকার নবাবগঞ্জ উপজেলার মোসলেম বেপারীর ছেলে। পঞ্চসার ইউনিয়নের কাশিপুরে মালেক বেপারীর বাসায় ভাড়া থাকেন তারা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী আলমগীরকে আটক করা হয়েছে।
ব.ম শামীম/এএম