বন্দুকযুদ্ধের প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফের শাহ পরীরদ্বীপ পয়েন্ট দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৫২ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে একটি নৌকায় করে দুইজন ব্যক্তি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে পাচারকারিরা নাফ নদীতে ঝাঁপ দেয়। পরে ওই নৌকা তল্লাশি করে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ৫২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে জালিয়াপাড়া নাফ নদীতে একজনের মরদেহ পায় বিজিবি সদস্যরা। তার মরদেহের পাশ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এক বিজিবি সদস্যও আহত হয়েছেন।

মুহিববুল্লাহ মুহিব/এসপি