প্রতীকী ছবি (ঢাকা পোস্ট)

কক্সবাজারের চকরিয়ায় তেলবাহী লরিচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার আজিজনগরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে পুলিশ। তবে তারা চট্টগ্রাম থেকে চকরিয়ায় ফিরছিল বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান ঢাকা পোস্টকে বলেন, একটি তেলবাহী লরিচাপা দিলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী যুবক নিহত হন। ঘটনার পর লরিটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

মুহিববুল্লাহ মুহিব/এসপি