ছবি- সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো. কাওসার হোসেন নামে এক মাদ্রাসাশিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান এ নির্দেশ দেন।

অভিযুক্ত মো. কাওসার হোসেনের বাড়ি পাটুয়াখালী জেলায়। তিনি সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসায় দুই মাসে আগে যোগদান করেন।

কোর্ট ইন্সপেক্টর হাবিবুল্লাহ সরকার বলেন, ভুক্তভুগী দুই ছাত্রের পক্ষে এক ছাত্রের বাবা গত রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৯(১) ধারায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর ওই দিন রাতে ওই মাদ্রাসাশিক্ষককে আটক করা হয়।

তিনি আরও বলেন, সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে আদালতে ভুক্তভুগীরা ২২ ধারায় জবানবন্দি দেয়। অভিযুক্ত শিক্ষককে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি রাত ৯টার দিকে ওই মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রকে এবং ২১ জানুয়ারি দিবাগত রাত ৩টার দিকে তৃতীয় শ্রেণির আরেক ছাত্রকে শিক্ষক মো. কাওসার হোসেন বলাৎকার করেন বলে অভিযোগ রয়েছে। 

সোহেল হোসেন/আরএআর