মঠবাড়িয়ায় যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম
মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফ
পিরােজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি মাে. আবু হানিফকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা যুবলীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুবর। তিনি বলেন, রােববার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলা স্বেছাসেবকলীগ নেতা ইদ্রিসকে কুপিয় জখম করে প্রতিপক্ষের লােকজন। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়।
বিজ্ঞাপন
এ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়ে সােমবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ কার্যালয়ে একটি সভার আয়ােজন করা হয়। সেই সভা শেষ করে বের হওয়ার সময় ২০/২৫ জনের একটি দল আবু হানিফের ওপর হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে নেতা-কর্মীরা এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিজ্ঞাপন
পিরাজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী মঠবাড়িয়া উপজেলা যুবলীগের সভাপতি আবু হানিফের উপর হামলাকারীদের অতিদ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন।
এদিকে ঘটনার বিষয় জানতে মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুজ্জামানের মুঠোফােনে যােগাযোগ করা হলে তিনি ফােন রিসিভ করেননি।
আবীর হাসান/এসপি