দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মো.তৌহিদুল ইসলাম সাগর (২৭) নামে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সেরশাই গার্জিনা (৩০) নামে এক রাশিয়ান নাগরিক। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তৌহিদুল ইসলাম সাগর পাবনার ঈশ্বরদী উপজেলার মধ্য বরনখোলা এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি পারমাণবিক প্রকল্পের মাইক্রোবাসের চালক। আহত সেরশাই গার্জিনা রাশিয়ান নাগরিক। তিনি পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের একজন প্রকৌশলী। তাকে উদ্ধার করে রাজশাহীর পপুলার মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আজ সকালের দিকে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্রের দুইজন প্রকৌশলী পাবনা থেকে মাইক্রোবাসে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। 

পথে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মাইক্রোবাসটি। এ সময় ঘটনাস্থলেই চালক তৌহিদুল ইসলাম মারা যান। আহত হন সেরশাই গার্জিয়ান। তবে অপরজনের কোনো ক্ষতি হয়নি। তার নাম পরিচয়ও জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর আহত ওই বিদেশি নাগরিককে উদ্ধার করে প্রথমে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের লোকজন গিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহীর পপুলার মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

তাপস কুমার/এসপি