সাভারে নাভানা ফার্নিচারের কারখানার আগুন নিয়ন্ত্রণে
সাভারের ফুলবাড়িয়া এলাকায় নাভানা ফার্নিচারের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এর আগে রোববার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পর বর্তমানে ড্যাম্পিংয়ের কাজ চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আধাপাকা ওই ফার্নিচার তৈরির কারখানার একটি ফ্লোরে আগুন লাগে। নিমিষেই পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকেল ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় সাভারের চামড়া শিল্প নগরীর ২ ইউনিট, কল্যাণপুর ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও জোন কমান্ডারের ১টি ইউনিটসহ মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে বিস্তারিত পড়ে জানানো হবে।
বিজ্ঞাপন
মাহিদুল মাহিদ/এমএএস