নারী দিবসের দাওয়াত দিতে দেরি হওয়ায় জেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে থাপ্পড় দিয়ে পাবনাছাড়া করার হুমকি দেওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানত্রেী নাদিরা ইয়াসমিন জলি।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জলি বলেন, ‘আমাকে জড়িয়ে একটি অডিও এবং সংবাদ অনলাইনে প্রকাশ হয়েছে এবং ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি দেখে হতভম্ব হয়েছি, কারণ এটা আমার নয়। নারী দিবসে একজন মহিলা সংসদের বিরুদ্ধে এমন অভিযোগ ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছি। খুবই কষ্ট পেয়েছি। কারণ আমি সার্বক্ষণিক নারীদের নিয়েই থাকি। নারীদের অধিকার নিয়ে কাজ করি।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘গতকাল সোমবার ঐতিহাসিক ৭ই মার্চের নানা অনুষ্ঠান নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত ছিলাম। তাহলে আমি তাকে কখন ফোন দিয়ে হুমকি দিলাম? বিষয়টি আমার বুঝে আসছে না। একজন দুর্নীতিবাজ নারীর এমন অভিযোগে আমি অত্যন্ত মর্মাহত ও ব্যথিত।’

ওই নারী কর্মকর্তাকে একজন দুর্নীতিবাজ অ্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘তিনি পুরো জেলাজুড়ে বিভিন্ন মহিলাদের সাথে খারাপ আচরণ করেছেন। পরিদর্শকের নামে তিনি চাঁদা উত্তোলন করেন। অনেক ভালো ভালো এনজিও তিনি বাতিল করে দিয়েছেন। সেসব বিষয়ে আমরা প্রশ্ন করলে তিনি জানান কাগজপত্র ঠিক নেই। তাহলে শুরুতে কেন তাদের এনজিও অনুমোদন দেওয়া হয়?’

ফোন রেকর্ড অস্বীকার করে এই নারী সাংসদ বলেন, ‘আমি ওই নারী কর্মকর্তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু আমার ফোন উনি রিসিভ করেননি। সামাজিক মাধ্যমে যেটি ভাইরাল হয়েছে, সেই ফোন নম্বরটিও আমার নয়, কণ্ঠও আমার নয়।’ সফটওয়্যার দিয়ে অডিও বানিয়ে আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে।

পাবন সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখার ফোন ব্যবহার করে কথা বলেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি মিথ্যা ও বানোয়াট, কে কখন ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, সেটি আমার জানার বিষয় নয়।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ইতোমধ্যে তার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগে অভিয়োগ দেওয়া হয়েছে। এর আগের জেলা প্রশাসক কবির মাহমুদও তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছিলেন। খুবই শিগগিরই তার বিরুদ্ধে তদন্ত হবে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।’

মিথ্যা অপবাদ দিয়ে ফোন রেকর্ড ফাঁস করার জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা কানিজ আইরিন জাহানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নেহার আফরোজ জলি, জাতীয় মহিলা সংস্থা পাবনা শাখার চেয়ারম্যান শামীমা শিরিন, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইলি বেগম, হাসিনা খাতুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা শামীমা শিখা প্রমুখ।

রাবিক হাসনাত/এনএ