ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের জরুরি বিভা‌গের সি‌নিয়র স্টাফ নার্স সাইফুল ইসলা‌মকে মারধর করায় ট‌্যু‌রিস্ট পু‌লিশের তিন সদস‌্যকে ক্লোজড করা হ‌য়ে‌ছে।  বৃহস্প‌তিবার (১০ মার্চ) রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ট‌্যু‌রিস্ট পু‌লিশ ব‌রিশাল জোনের পু‌লিশ সুপার রেজাউল ক‌রিম।

তি‌নি জানান, না‌র্সের ওপর হামলার ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তিন পু‌লিশ সদস‌্যকে ক্লোজড ক‌রে ট‌্যু‌রিস্ট পু‌লি‌শের হেড কোয়ার্টা‌রে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। এরা হ‌লেন- ট‌্যুরিস্ট পুলিশ ব‌রিশাল জো‌নের ইন্সপেক্টর বুলবুল আহমেদ, কনস্টেবল জাভেদ ও মেহেদী। 

প্রসঙ্গত, ট‌্যু‌রিস্ট পু‌লি‌শের প‌রিদর্শক সালাউদ্দিন বুধবার (৯ মার্চ) রা‌তে সড়ক দুর্ঘটনায় আহত হ‌লে তা‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসা হয়। এ সময় রোগীর নাম জিজ্ঞাসা করা নি‌য়ে জরুরি বিভা‌গে দা‌য়িত্বরত সি‌নিয়র স্টাফ নার্স সাইফুল ইসলা‌মের সঙ্গে ট‌্যু‌রিস্ট পু‌লি‌শের প‌রিদর্শক বুলবু‌লের তর্ক হয়। এ নি‌য়ে একপর্যা‌য়ে নার্স সাইফুল ইসলা‌মের ওপর হামলা চালান পুলিশ সদস্যরা। 

সৈয়দ মেহেদী হাসান/আরএআর