ময়মনসিংহে নারী উদ্যোক্তা মেলায় ক্রেতাদের ভিড়
ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে চলছে পাঁচ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ মেলার আয়োজন করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন। শুক্রবার (১১ মার্চ) চতুর্থ দিনে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
মেলার মূল ফটকের বাম পাশেই রয়েছে প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থার একটি স্টল। যেখানে প্রতিবন্ধী নারীদের হাতের তৈরি বিভিন্ন পণ্য। নারকেলের খোলস দিয়ে তৈরি করা হয়েছে শো পিস, কানের দুল, গলার মালা। কাগজ দিয়ে তৈরি হয়েছে কলমদানি, কাঠের তৈরি চামচসহ তৈজসপত্র। যা নজর কেড়েছে দর্শনার্থীদের।
বিজ্ঞাপন
সংস্থার নারী উদ্যোক্তা শেফালী আক্তার বলেন, প্রতিবন্ধী নারীদের নিজ হাতে তৈরি করা এসব পণ্য বিক্রির আয় থেকেই তাদের মাসিক বেতন দেওয়া হয়। প্রতিবন্ধী নারীদের উৎসাহিত করতে ময়মনসিংহ সিটি করপোরেশন আমাদের এ স্টলটি বিনামূল্যে দিয়েছেন। মেলায় আগত দর্শনার্থীরা বেশ আগ্রহের সঙ্গে আমাদের পণ্য দেখছেন এবং কিনে নিয়ে যাচ্ছেন।
বিজ্ঞাপন
ময়মনসিংহ সিটি করপোরেশন সূত্র জানায়, বিশ্ব নারী দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। গত ৮ মার্চ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ উইমেন্স চেম্বার অব কমার্সের সভাপতি লুসি আক্তারী মহল এবং পরিচালক নাছিমা আক্তার মিলা। আগামীকাল শনিবার (১২ মার্চ) রাত ৮টা পর্যন্ত চলবে মেলা। এতে স্টল রয়েছে ৫৪টি। যেখানে নারী উদ্যোক্তারা তাদের তৈরি পোশাক, শো পিসসহ বিভিন্ন পণ্য বিক্রি ও তাদের প্রচারণার সুযোগ পেয়েছেন। এখানে বিক্রি হচ্ছে উদ্যোগদের হাতের তৈরি হরেক রকমের পিঠাও।
বিক্রেতারা জানান, মেলার প্রথম দিন থেকেই বেশ ক্রেতা সমাগম ঘটেছে। শুক্রবার ছুটির দিন হওয়ায় এদিন বেড়েছে দর্শনার্থী ও ক্রেতার সংখ্যা। বিক্রি নিয়েও সন্তুষ্ট তারা৷
ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানামুখী পদক্ষেপের মাধ্যমে নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় নারী উদ্যোক্তা তৈরি ও তাদের এগিয়ে নেওয়ার চেষ্টা করছে ময়মনসিংহ সিটি করপোরেশন। নারীদের উৎসাহিত করতে ভবিষ্যতে আমরা এ মেলার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।
উবায়দুল হক/আরএআর