পীর হাবিব তিন দাগের ভেতর থেকে কাজ করতেন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ভাষা, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধ এই তিন দাগে বাংলাদেশ ঘেরা। পীর হাবিব এই তিন দাগের ভেতর থেকে কাজ করতেন। ধনতন্ত্র, সামরিকতন্ত্র, ধর্মতন্ত্র ও জগাখিচুড়িতন্ত্র তিন দাগের বাংলাদেশে যায় না। ফুলের বাগানে যেমন শূকর যায় না, তেমনি গণতন্ত্রের বাগানে জঙ্গি রাজাকার যায় না। অর্থনীতির ঘরে দুর্নীতিবাজ সিন্ডিকেট যায় না।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলের ছায়ায় গুন্ডামি চলে না। মুক্তিযুদ্ধের লালিত সংবিধানে সামরিকতন্ত্র, সাম্প্রদায়িকতার ছাপ যায় না। পীর হাবিব তার লেখুনি দিয়ে রাজনীতিবিদদের এটাই বুঝানোর চেষ্টা করছিলেন।
বিজ্ঞাপন
দেশবরেণ্য সাংবাদিক সুনামগঞ্জের কৃতী সন্তান পীর হাবিবুর রহমানের নাগরিক শোকসভায় ইনু এসব কথা বলেন। শুক্রবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে এই শোকসভার আয়োজন করা হয়।
হাসানুল হক ইনু বলেন, যারা রাষ্ট্র চালায়, যারা এমপি-মন্ত্রী হয়, তারা গণমাধ্যমকর্মীকে ভয় পায়। খুব কম রাজনৈতিক কর্মী আছেন, খুব কম মন্ত্রী আছেন, গণমাধ্যমকর্মীকে বুকে জড়িয়ে ধরে রাখার শক্তি রাখেন। সুনামগঞ্জের ছেলে দেশের একজন প্রখ্যাত সাংবাদিক হিসেবে নাম কুড়িয়েছেন একমাত্র ন্যায্য কথা সাহসের সঙ্গে বলার জন্য। হয়তো পীর হাবিবের মতো পারব না, কিন্তু চেষ্টা করতে পারি। পীর হাবিবের মতোই অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে, রাজাকারের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, সোচ্চার হতে পারি।
বিজ্ঞাপন
তিনি বলেন, তার সাংবাদিকতায় একটা ভিন্নতা ছিল। তিনি গল্প বলার ঢংয়ে লিখতেন। সে লেখার ভেতরে আবেগ থাকতো। এজন্য অনেকে তাকে বলতেন বাড়াবাড়ি হচ্ছে কিন্তু।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে প্রিয় সাংবাদিক পীর হাবিবুর রহমানের শোকসভায় হাজারও মানুষ জড়ো হন। এর আগে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘরের সামনে পীর হাবিবুর রহমানের নামে সরণি উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান গত ৫ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শোকসভায় আরও বক্তব্য দেন, পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাপা মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, প্রয়াত পীর হাবিবের ছোট ভাই সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সাংবাদিক প্রণব সাহা, সাবেক ফুটবলার কায়সার হামিদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রয়াত পীর হাবিবের বড় ভাই মতিউর রহমান পীর, আহনাফ ফাহমিন অন্তর প্রমুখ।
সাইদুর রহমান আসাদ/আরএআর