তিন ঘণ্টার চেষ্টায় সাভারের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরাতন জোনের প্যাকজার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর শনিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কারখানা বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে ডিইপিজেডের প্যাকজার নামে কারখানার স্টিল শেডে আগুন লাগে। প্রায় দুই বছর আগে ওই স্থানে কারখানাটির কার্যক্রম শুরু হয়।
বিজ্ঞাপন
ডিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৫০মিনিটে স্টিল শেডের ওই একতলা কারখানায় আগুন লাগার খবর পায় ডিইপিজেড ফায়ার সার্ভিস। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ছয়টি, সাভার ফায়ার সার্ভিসের দুটি ও ঢাকা সদর দপ্তরের একটিসহ মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টায় ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান রাজিব বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
ডিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান ঢাকা পোস্টকে বলেন, প্যাকজারের একটি লেবেল কোম্পানিতে আগুনের ঘটনা ঘটে। একতলা একটি কাগজের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এই কোম্পানি হলো পৃথিবীর শ্রেষ্ঠ লেবেল কোম্পানি। কারখানা ছুটি থাকা অবস্থায় আগুনের ঘটনা ঘটেছে।
মাহিদুল মাহিদ/আরএআর