ব্রাহ্মণবাড়িয়ায় ৮ বিশিষ্টজনকে সম্মাননা প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য আট গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা নাগরিক কমিটির উদ্যোগে এ সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- জেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ। জেলা নাগরিক কমিটির সভাপতি ডা. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু সাঈদ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে ২০২০-২১ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পৌরসভার মেয়র নায়ার কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শফিউল আলম লিটন ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান বাবুল, নারী নেত্রী তাসলিমা সুলতানা খানম নিশাত, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা এবং রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবী আফরিন ফাতিহা জুইকে সম্মাননা দেওয়া হয়।
আজিজুল সঞ্চয়/আরআই
বিজ্ঞাপন