চাঁপাইনবাবগঞ্জে দুই কোটি টাকা মূল্যের হেরোইনসহ একজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। শুক্রবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চরশেখালীপুর গ্রামের রাবণপাড়া তৈয়ব হাজীর টোলা এলাকায় ২ কেজি হেরোইনসহ একজনকে আটক করা হয়। 

আটক ব্যক্তি রাবণপাড়া তৈয়ব হাজীর টোলা এলাকার মো. জাকাতুল্লাহর ছেলে মো. আনশুর আলী (৪০)। 

শুক্রবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে আনশুর আলীর বসতবাড়ি তল্লাশি করে ঘরে থাকা ২ কেজি হেরোইনসহ তাকে আটক করে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিবের নির্দেশনায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনশুরের বাড়ির মধ্যে থেকে এসব হেরোইন জব্দ করা হয়। ১৬টি প্যাকেটে ২ কেজি হেরোইন জব্দ করা হয়েছে। 

জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

মো. জাহাঙ্গীর আলম/আরআই