সাতক্ষীরায় ৪ দিনব্যাপী সাধু সম্মেলন শুরু
সাতক্ষীরার তালায় চার দিনব্যাপী ৯১তম সাধু সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) দুপুর ২টায় তালার শিবপুরে প্রয়াত আধ্যাত্মিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের বাসভবনে সাধু সম্মেলনের উদ্বোধন করা হয়।
সাধকপুত্র তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন, উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু প্রমুখ।
সাধু সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলাম জানান, স্রষ্টার উপাসনা আর সৃষ্টির সেবা। মানবসেবা পরম ধর্ম। অহিংসা পরম ধর্ম। নামাজ-রোজা করে মানুষের ক্ষতি কামনা করলে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। কেয়ামতের দিনে ওই নামাজ নাজাতের উসিলা হবে না।
তিনি বলেন, মানবকল্যাণে সকল ধর্মের সাধকদের নিয়ে প্রতি বছরই আয়োজন করা হয় এই সাধু সম্মেলনের। আমার প্রায়াত বাবা ৯১ বছর আগে থেকে এটি শুরু করেছিলেন। তার মৃত্যুর পর পারিবারিকভাবে এই অনুষ্ঠানটি অব্যাহত রয়েছে। আগামী ২৯ মার্চ সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৯১তম সাধু সম্মেলন শেষ হবে।
আকরামুল ইসলাম/আরএআর