কৌশলে দোকানে জাল টাকা চালানোর চেষ্টা করছিলেন দুই ব্যক্তি। কিন্তু দোকানের পাশে থাকা স্থানীয় এক ব্যক্তি বুঝতে পারেন, টাকাগুলো জাল। পরে তাদের সঙ্গে কথা বলার ফাঁকে পুলিশে খবর দেন তিনি। পরে সেখানে পুলিশ এসে টাকাগুলো দেখে জাল শনাক্ত করে। এ সময় জব্দ করে ১৯ হাজার জাল টাকা এবং আটক করা হয় ওই দুই ব্যক্তিকে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুটিহার গ্রামের জলিল উদ্দিনের ছেলে শাহ্ আলম (৩৮) ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার পানাতিপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩৭)।

ওসি বলেন, ওই দুই ব্যক্তি বিকেলে ক্ষেতলাল বাজারের একটি দোকানে এক হাজার টাকার ১৯টি জাল নোট, টাকা বলে চালানোর চেষ্টা করছিলেন। এ সময় দোকানের পাশে থাকা স্থানীয় এক ব্যক্তি বুঝতে পারেন যে টাকাগুলো জাল। পরে কথার মাধ্যমে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে টাকাগুলো জাল শনাক্ত করা হয় এবং তাদেরকে আটক করা হয়।

চম্পক কুমার/আরআই