যশোরে বাস উল্টে নিহত ১, আহত ২২
দুর্ঘটনাকবলিত বাসে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার অভিযান
যশোর-মাগুরা মহাসড়কে হুদোরাজাপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে শাহীন হোসেন (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২২ জন।
আহতদের মাঝে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের যশোর ফায়ার সার্ভিস উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে।
বিজ্ঞাপন
নিহত শাহীন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বিয়াশপুর গ্রামের শারাফাত হোসেনের ছেলে। যশোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত লোকাল বাসটি মাগুরা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি যশোর সদর উপজেলার হুদোরাজাপুর নামকস্থানে পৌঁছালে অপর একটি গাড়িকে পাশ দিতে গিয়ে রাস্তার নিচে নেমে যায়। এরপর চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।
বিজ্ঞাপন
স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার কাজে অংশ নেয়। বাসটিতে ৩০ থেকে ৩৫জন যাত্রী ছিল। এরমধ্যে এক শিশুসহ ২২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনাম উদ্দিন বলেন, দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে আনার পথেই মারা গেছে। অন্যদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এরমধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসআর