বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফরিদপুর পৌরসভা কর্তৃক ধার্যকৃত পৌর কর, পানির বিলসহ যাবতীয় কর মওকুফের দাবি জানানো হয়েছে। শনিবার (২৬ মার্চ) শহীদ বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ দাবি জানান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র সাহা। 

বেলা ১১টার দিকে শহরের কবি জসীম উদ্দীন হলে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসনের উদ্যোগে।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিপক কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

এ সময় সুবল চন্দ্র সাহা বলেন, আজকের প্রকাশিত একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে দেখলাম সিরাজগঞ্জ পৌরসভা সকল মুক্তিযোদ্ধাদের পৌরকর, পানির বিলসহ সব ধরনের কর মওকুফ করেছে। আমাদের ফরিদপুরে এ নীতি অনুসরণের জন্য ফরিদপুর পৌরসভার মেয়রের প্রতি অনুরোধ জানাই।

সুবল চন্দ্র সাহা বলেন, আমরা জানি ফরিদপুর পৌরসভা অনেক বড়। ২৭টি ওয়ার্ড নিয়ে গঠিত। সিটি করপোরেশন ঘোষিত হয়নি। পৌরসভার অনেক সীমাবদ্ধতা আছে। তারপরও আমার আবেদন পৌরসভার মেয়র যেন অন্তত কিছু করেন মুক্তিযোদ্ধাদের জন্য।

সভার প্রধান অতিথি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে সুবল সাহা বলেন, আপনি নিজে মুক্তিযোদ্ধার সন্তান। আপনি পৌরসভার এপিলেটেড অথরিটি। আপনি এ ব্যাপারে উদ্যোগ নিন।

সুবল সাহার বক্তব্যের পর প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার। তবে তিনি তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতির দেওয়া প্রস্তাব সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

জানতে চাইলে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস  বলেন, ফরিদপুর পৌরসভার আকার ও জনসংখ্যা অনেক বেশি। নয়টি ওয়ার্ডের খরচ দিয়ে ২৭টি ওয়ার্ড চালাতে হয়। মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধার বিষয়টি আমার মাথায় আছে। তবে একবারে সব কর মওকুফ করা সম্ভব না। তবে পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধার পরিবারের কর নতুন করে বাড়ানো হবে না।

জহির হোসেন/আরআই