দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে পড়া সেলিম রেজা নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) পিস্তল থেকে মিস ফায়ার হয়েছে। এতে গুলির শব্দে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। অসুস্থ অবস্থায় তা‌কে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মেডিসিন বিভাগে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দি‌কে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার শারমিন সুলতানা রাখি জানান, এএসআই সেলিম রেজা সারা দিন দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি সিঁড়িতে অসুস্থ হয়ে পড়েন। এ সময়ে অসতর্কতায় তার পিস্তলের একটি গুলি বেড়িয়ে যায়। সেলিম রেজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের অতি‌রিক্ত উপ-ক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, আমরা ম‌নে কর‌ছি এটা মিস ফায়ার হ‌য়ে‌ছে। ওই পু‌লিশ সদস‌্য আগে থে‌কেই অসুস্থ ছি‌লেন। তার উচ্চমাত্রার ডায়া‌বে‌টিস রয়েছে। অসুস্থ অবস্থায় প‌ড়ে যাওয়ার সময় তার কাছ থে‌কে পিস্তল‌টি প‌ড়ে গি‌য়ে মিস ফায়ার হয়। এতে তিনি আরও অসুস্থ হ‌য়ে প‌ড়েন। কা‌রও শরী‌রে কোনো গু‌লি লা‌গে‌নি। ওই পু‌লিশ সদস‌্যকে হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।

ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের মে‌ডি‌সিন ইউনিটের (পুরুষ) রে‌জিস্ট্রার নাজমুল আহসান জানান, উচ্চ রক্তচা‌পের কার‌ণে তি‌নি অসুস্থ হ‌য়ে প‌ড়ে‌ছেন। ত‌বে পু‌রোপু‌রি অচেতন নন তি‌নি। পরীক্ষা-নিরীক্ষা ক‌রে বিস্তা‌রিত বলা য‌া‌বে।

সৈয়দ মেহেদী হাসান/আরএআর