পদ্মা সেতুর ফলে অর্থনৈতিক উন্নয়ন হবে : স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম
পদ্মা সেতু ঘিরে শিবচরসহ সারাদেশে অর্থনৈতিক উন্নয়ন হবে। অসংখ্য শিল্প কারখানা গড়ে তোলা হবে। অর্থনীতিবিদগণ হিসেব করে বলেন পদ্মা সেতুর ফলে জিডিপি ১ পারসেন্টের অধিক বেড়ে যাবে। এর মাধ্যমে দরিদ্রতাও কমে আসবে। বর্তমানে দরিদ্রতার হার হিসাব করা হয় ২০ পারসেন্ট। আমরা আশা করি তখন দরিদ্রতার হার ৫ পারসেন্টে নেমে আসবে।
শনিবার বিকেল মাদারীপুরের শিবচরে ৫০০ আসনবিশিষ্ট নূর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সারাদেশে ১শ ইকোনমিক জোন গড়ে তোলা হবে। এ দেশ কৃষিতে সমৃদ্ধ। কিন্তু এদেশের জনসংখ্যা প্রচুর। এত মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রচুর শিল্পকারখানা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।
বিজ্ঞাপন
শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাউদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী আব্দুর রশীদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমান, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান প্রমুখ।
এমএসআর