সিলেট নগরীর লালবাজারে উঠেছে ১০০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। সুরমা নদীতে ধরা পড়া এই মাছটি রোববার (২৭ মার্চ) বিক্রির জন্য নিয়ে আসেন এক বিক্রেতা।

মাছটির দাম হাঁকা হয়েছে দেড় লাখ টাকা। তবে দুপুর ২ পর্যন্ত এটি বিক্রি না হওয়ায় কেজি দরে বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ (রোববার) সকাল ৭টার দিকে লামাকাজি এলাকায় সুরমা নদীতে বিশাল বাঘাইড় মাছটি জেলেদের জালে ধরা পড়ে। জেলেদের কাছ থেকে কাজিরবাজার মৎস্য আড়তের এক ব্যবসায়ী সেটি কিনে আনেন। তার কাছ থেকে মাছটি কিনে নেন সিলেট নগরীর মাছ ব্যবসায়ী মো. বেলাল মিয়া। পরে তিনি মাছটি নগরীর লালবাজারে নিয়ে আসেন।

বেলাল মিয়া ঢাকা পোস্টকে জানান, এক লাখ টাকা দিয়ে তিনি মাছটি কিনেছেন। ৮০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছিল।পর্যাপ্ত দাম না পাওয়ায় তিনি তা বিক্রি করেন নি।

বেলাল মিয়া আরও জানান, ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার টাকা কেজি ধরে তিনি মাছটি বিক্রি করছেন।এখন পর্যন্ত ৩৫ কেজির মতো মাছ বিক্রি করে ফেলেছেন। রাতের মধ্যে পুরো মাছটি বিক্রি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগেও তিনি বেশ কয়েকটি বাঘাইড় মাছ বিক্রি করেছেন বলেও জানান তিনি।

মাসুদ আহমদ রনি/আরআই