নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সরকার বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
রোববার (২৭ মার্চ) বিকেলে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজ মাঠে ৫ দিনব্যাপী তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রাষ্ট্রপতি দেশের চলমান অগ্রযাত্রায় নেতৃত্বদানের জন্য আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। নিরক্ষরতা, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে স্কাউটসদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, তোমাদের অবস্থান হবে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে। তোমরা অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, দেশের মানুষের প্রতি কর্তব্য ও মমত্ববোধ জাগ্রত রেখে নিজেরা ভালো কাজ করবে এবং অন্যদেরও ভালো কাজে অংশগ্রহণ করতে উৎসাহ যোগাবে। এ সময় রাষ্ট্রপতি ৩য় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মো. আবুল কালাম আজাদ, ক্যাম্প চিফ ও প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান এবং জাতীয় কমিশনার এম এম ফজলুল হক আরিফ বক্তব্য রাখেন।
এর আগে বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাঁচ দিনের সফরে কিশোরগঞ্জের মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিকেল সোয়া ৪টার দিকে মিঠামইন ডাকবাংলোয় গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে মিঠামইন মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজে তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও স্কাউট ক্যাম্পের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।
২৮ মার্চ (সোমবার) বেলা ১১টায় মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। এরপর বেলা ৩টায় সড়কপথে ইটনা উপজেলার উদ্দেশে রওনা হবেন। বিকেল সাড়ে ৩টার দিকে ইটনা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। মতবিনিময় সভা শেষে সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন।
২৯ মার্চ (মঙ্গলবার) বেলা ১১টায় মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এরপর বেলা ৩টায় নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন তিনি। বিকেল ৫টার দিকে সড়কপথে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে রওনা হবেন এবং সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।
৩০ মার্চ (বুধবার) বেলা ৩টায় হেলিকপ্টারে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। কিশোরগঞ্জের সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। বিকেল ৫টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণকাজের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।
সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের নির্মাণ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
৩১ মার্চ (বৃহস্পতিবার) বেলা ২টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।
এসকে রাসেল/এমএএস/জেএস