পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে তা বাস্তবায়ন করছেন। তার প্রচেষ্টায় দশ বছরে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে উন্নিত হয়েছে।

রোববার (২৭ মার্চ) দুপুরে বরিশাল নগরীর এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশে পৌঁছাব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, বরিশাল শহরে ভোলা থেকে গ্যাসলাইন নিয়ে আসার। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আশা করছি ২০২৩ সালের মধ্যে বরিশালে ভোলার গ্যাস আসবে। গ্যাস এসে গেলে একটি শিল্পন্নত শহরে রূপ নিবে বরিশাল।

জাহিদ ফারুক বলেন, আমি নদী ভাঙন কবলিত এলাকায় ছুটে বেড়াই। ভাঙন রোধে কাজ করে যাচ্ছি। সেই প্রচেষ্টায় একনেকে অনুমোদন পেলে আগামী ২-৩ মাসের মধ্যে দক্ষিণাঞ্চলের ১০ থেকে ১২টি প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। এর সুফল পাবে এই অঞ্চলের মানুষ।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু, কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, তৌহিদুল ইসলাম বাদশা, মো. হুমায়ুন কবির, ফরিদ আহমেদ, এনামুল হক বাহার, জাহিদ হোসেন রুবেল প্রমূখ।

সৈয়দ মেহেদী হাসান/আরআই