মোবাইল সাংবাদিকতা বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে ফরিদপুরে। রোববার (২৭ মার্চ) সকালে ফরিদপুর শহরের সার্কিট হাউজের হল রুমে এই প্রশিক্ষণ শুরু হয়।

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের আয়োজনে তিন দিনের এই প্রশিক্ষণে ফরিদপুর জেলার বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের ৩৫ জন সংবাদকর্মী অংশ নিচ্ছেন।

এ প্রশিক্ষণে পিআইবির সমন্বয়ক হিসেবে রয়েছেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা। তিন দিনের এই প্রশিক্ষণে কীভাবে একজন সংবাদকর্মী মোবাইলের মাধ্যমে সাংবাদিকতা করতে পারবেন, সে বিষয়ে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

আজ মোবাইল ক্যামেরার ফ্রেমিং এবং ভিডিও ধারণের ব্যবহারিক কৌশল, ল্যান্ডস্কেপ ভার্টিকাল শর্ট ডিভিশন, ইন্টারভিউ ফ্রেমিং, প্ল্যাটফর্ম, রোল বি-রোলম সিকোয়েন্স ও ট্রানজিট শর্ট, ভিডিও মিউট কৌশলের তাত্ত্বিক আলোচনাসহ ভিডিও শুট ও আউটডোর শুটিং বিষয়ক ধরণা প্রদান করেন চিফ এক্সিকিউটিভ অফিসার ও ক্রিয়েটিভ ডিরেক্টর মো. শাহাবুদ্দিন।

আগামী দুই দিন প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ টাইমসের লিড মোবাইল সাংবাদিক সাব্বির আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী আনিস।

তিন দিনের এ প্রশিক্ষণ শেষ হবে আগামী মঙ্গলবার (২৯ মার্চ)। ওই দিন সমাপনি অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত থাকবেন পিআইবির পরিচালক মো. আফরাজুর রহমান।

জহির হোসেন/আরআই