ছবি: সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে করোনার টিকা নিতে গিয়ে টিকা কেন্দ্রের দোতলা থেকে নিচে পড়ে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আঞ্জুয়ারা খাতুন (৩৫) শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের মৃত আবুজার মোড়লের মেয়ে।

বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, মানসিক ভারসাম্যহীন ওই প্রতিবন্ধী নারীকে তার মা তার হাত ধরে করোনার টিকা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ বনশ্রী মাধ্যমিক শিক্ষা নিকেতনের দোতলায় টিকা কেন্দ্রে নিয়ে যান। হঠাৎ মায়ের কাছ থেকে জোর করে হাত ছাড়িয়ে নিয়ে ছাদের ধারে চলে যান তিনি।

এ সময় তিনি ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, মেয়েটি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। এ ছাড়া তার মৃগী রোগও রয়েছে। দোতলায় করোনা টিকা গ্রহণের জন্য গিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে।

আকরামুল ইসলাম/এনএ