নাটোরে বেরোবির শিক্ষাসফরের বাসে হামলা
আহত বাসচালক আলমগীর
নাটোরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষাসফরের বাসে হামলা করা হয়েছে। এতে বাসচালক আলমগীর আহত হয়েছেন। শুক্রবার (০১ এপ্রিল) বিকেল ৫টার দিকে নাটোরের লালপুরে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুর রহমান, শিক্ষার্থীদের নিয়ে নাটোরের দর্শনীয় স্থান যাওয়ার পথে লালপুরে একটি ব্রিজ পার হওয়ার সময় স্থানীয় এক মোটরসাইকেল চালক বাসচালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে মোটরসাইকেল চালক লাঠি দিয়ে বাসের জানালায় আঘাত করেন। এতে জানালার কাচ ভেঙে বাসচালক আলমগীরের শরীর কেটে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনা স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলে হামলাকারী মোটরসাইকেল চালক এসে ক্ষমা চান।
বিজ্ঞাপন
নাটোরের লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, শিক্ষার্থীদের বাস ভাঙচুরের ঘটনা শোনার পর অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
শিপন তালুকদার/আরএআর
বিজ্ঞাপন