বাড়ির সবাইকে টয়লেটে আটকে রেখে ডাকাতি
বরিশাল নগরীতে বাড়ির সবাইকে টয়লেটে আটকে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে বাড়ির মালিক আজিজ মল্লিক রাসেল ও তার স্ত্রী নাসিমা আক্তার আহত হয়েছেন। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০২ এপ্রিল) ভোররাতে নগরীর রুপাতলী আদর্শ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাত চক্রকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
আহত আজিজ মল্লিকের বোন কানিজ ফাতেমা জানান, ভোররাতে ৭/৮ জনের একটি দল বাসার কেচি গেট ভেঙে অস্ত্র নিয়ে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে। ডাকাতরা পরিবারের তিনজনকে টয়লেটে আটকে রেখে ঘরের মালামাল নিয়ে চলে যান।
কানিজ ফাতেমা বলেন, ডাকাতরা আমার ভাই ও ভাবিকে মারধর করলেও তাদের মেয়ে লামিয়াকে মারধর করেনি। ডাকাত দল তিন ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকাসহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজিজ ও নাসিমাকে রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/আরএআর