দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মানিকগঞ্জ-ঝিটকা সড়কের কৌড়ি কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের গালা গ্রামের মৃত জসিম মোল্লার ছেলে জহিরুল ইসলাম (২৬) ও ইউনুস আলীর ছেলে শাহ আলম (২৪)।

হরিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জহিরুল ও অটোরিকশাচালক শাহ আলম মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ থেকে ঝিটকার দিকে যাচ্ছিলেন। অতিরিক্ত গতির কারণে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

পরিবারের আবেদনের ভিত্তিতে জহিরুল ও শাহ আলমের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও ওসি জানান।  

সোহেল হোসেন/আরএআর