বঁটি দিয়ে পোশাককর্মীর চুল কেটে দিলেন স্বামী
সাভারে পারিবারিক কলহের জেরে বটি দিয়ে এক পোশাককর্মীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী খোকন মোল্লার (৪৮) বিরুদ্ধে। রোববার (৩ এপ্রিল) দুপুরে সাভারের রেডিও কলোনি এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝগড়া চলছিল। ঘটনার পর ওই নারী তার ভাইয়ের কাছে গিয়ে আশ্রয় নিয়েছেন।
অভিযুক্ত খোকন মোল্লা খুলনার দিঘলিয়া থানার বামনডাঙ্গা গ্রামের পাচু মোল্লার ছেলে। স্ত্রী চাকরি করলেও তিনি বর্তমানে বেকার রয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারী ঢাকা পোস্টকে বলেন, গত ৯ বছর আগে তার সঙ্গে খোকন মোল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছিলেন খোকন। পরে দুইজন গ্রাম থেকে সাভারে চলে আসেন এবং স্থানীয় আল-মুসলিম পোশাক কারখানায় চাকরি নেন। সেখানে খোকন মোল্লা পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান। ফলে আবারও শুরু হয় দাম্পত্যকলহ। এই কলহের জেরে চাকরি ছেড়ে দিয়ে নির্যাতন শুরু করেন খোকন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারী আরও বলেন, আজও আমার সঙ্গে ঝগড়া লাগে। পরে বাসা থেকে বের হয়ে চলে যেতে চান খোকন। আমি পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের বলি, খোকনকে একটু বলেন আমি আর ঝগড়া করব না। তিনি যেন না যান। পরে খোকন আমার চুল ধরে ঘরের ভেতরে নিয়ে যান। আমাকে পিটমোড়া দিয়ে শুইয়ে পায়ের হাঁটু দিয়ে চেপে ধরে বঁটি দিয়ে আমার চুল কেটে দেন।
এ ঘটনায় আমি আমার বাসার পাশেই রেডিও কলোনি এলাকায় আমার ভাইয়ের কাছে চলে আসি। পরে বিকেলে সাভার থানায় গিয়ে ঘটনা বলি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।
মাহিদুল মাহিদ/আরআই