প্রথম রমজান। ইফতারের আর মাত্র কিছুক্ষণ বাকি। আকাশও মেঘলা। অনেকেই ইফতার করতে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। এমন সময় হঠাৎ করেই নাটোর শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বর এলাকায় গাড়ি নিয়ে হাজির হলেন জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। সঙ্গে এনেছেন দুই শতাধিক ইফতারির প্যাকেট।

এ সময় নিজ হাতে রিকশা, সিএনজি ও ভ্যানচালক, ছিন্নমূল মানুষ এবং পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। প্রতিটি প্যাকেটে ছিল খিচুড়ি, সালাদ খেজুর ও পানি।
 
রোববার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসনের পক্ষ থেকে অপ্রত্যাশিতভাবে ইফতার পেয়ে খুশি সেখানকার লোকজন। তারা জানান, দীর্ঘ দুই বছর করোনার কারণে অনেকেই কর্মহীন। টাকার অভাবে পানি খেয়েই হয়তো আজ ইফতারি করতে হতো। তারা জেলা প্রশাসনের এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ কর্মসূচির অধীনে প্রতিদিন শহরের জনবহুল একটি স্থানে ২০০ মানুষের মাঝে ইফতার প্যাকেট বিতরণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার ও নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ ঢাকা পোস্টকে বলেন, রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত ফজিলতের মাস। তাই আমরা নিজেদের খাবার থেকে কিছুটা খাবার এসব অসহায় মানুষের জন্য বিলিয়ে দিলে ওরা উপকৃত হবে। সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। সরকারের কল্যাণমুখী সহযোগিতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। 

তাপস কুমার/এমএএস