কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবির কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় বখতিয়ার নামে এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে মাদক কারবারিরা। এ সময় উদ্ধার করা ৮০ হাজার ইয়াবাও নিয়ে গেছে তারা। 

বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। বখতিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর পূর্ব ফাঁড়ির বিল এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলে জানায় বিজিবি।

লে. কর্নেল মেহেদী হোসাইন কবির আরও জানান, বৃহস্পতিবার ভোরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের এক কিলোমিটার পশ্চিমের এলাকা দিয়ে একটি ইয়াবার চালান প্রবেশ করবে, এমন খবর পেয়ে অভিযানে যায় পালংখালী বিওপির একটি দল। এসময় ৮০ হাজার ইয়াবাসহ বখতিয়ারকে আটক করে বিজিবি।

তাকে হাতকড়া পরিয়ে নিয়ে আসার পথে পূর্ব ফাঁড়ির বিল এলাকায় পৌঁছালে বখতিয়ারের সহযোগীরা নারী-শিশুদের ব্যবহার করে বিজিবির ওপর হামলা চালিয়ে উদ্ধারকৃত ইয়াবাসহ বখতিয়ারকে ছিনিয়ে নিয়ে যায়। এতে বিজিবির টহলদলের একাধিক সদস্য আহত হয়েছেন। তাদের বিজিবির রামু সেক্টরের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, ছিনিয়ে নেয়া হাতকড়া উদ্ধারে বিজিবি চেষ্টা চালাচ্ছে। এছাড়া মাদক কারবারিরা চিহ্নিত। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাইদুল ফরহাদ/এমএএস