বরিশাল নগরীর রূপাতলী ‍গোল চত্ত্বর ‍এলাকার হোটেল স্বাধীন পার্কে মাছ ব্যবসায়ী রূবেল খন্দকারকে শ্বাসরোধ ও পিটিয়ে হত্যা করেছে ওই হোটেলের ম্যানেজার আনিছুর রহমান।

শনিবার (৯ এপ্রিল) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল ফয়সালের বিচারাধীন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আনিছুর।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। তিনি জানান, ঘটনার অল্প দিনের মধ্যে খুনের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাছ ব্যবসায়ী রূবেলের কাছে ৪০০ টাকা পাওনা ছিল ম্যানেজার আনিছুরের। এ নিয়ে মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে হোটেল ম্যানেজার উত্তেজিত হয়ে পিটিয়ে আহত করে রুবেলকে। শেষে শ্বাসরোধ করে হত্যা নিশ্চিত করেন। তবে ওইদিন লাশ হোটেলের রুমে রেখে সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ীরা হত্যার ঘটনা সমঝোতা করার চেষ্টা চালান।

গ্রেপ্তার আনিছুর রহমান বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের নুর মোহাম্মদ জোমাদ্দারের ছেলে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে রূপাতলীর হোটেল স্বাধীন পার্ক থেকে রুবেল খন্দকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা এবং দুই সন্তানের জনক। তবে ওই এলাকার জিয়া সড়কে ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় তার স্ত্রী বিথি আক্তার বাদী হয়ে পরের দিন কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


সৈয়দ মেহেদী হাসান/এমএএস