বাম পাশে হার্নিয়া, ডান পাশ অপারেশন করলেন ডাক্তার
ইসলামী ব্যাংক হাসপাতাল, বরিশাল
বরিশালে ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসকের ভুল অপারেশনে পঙ্গুত্ববরণের শঙ্কায় রয়েছেন মানিক (৪৪)। চিকিৎসকের ভুল রোগীর কাছে ধরা পড়লে হাসপাতালে ভর্তির কাগজপত্র লুকিয়ে ফেলে কর্তৃপক্ষ।
তবে ‘কারও কাছে ভুল চিকিৎসার কথা বলবে না’ শর্তে ওই কাগজ ফেরত দেন বলে জানিয়েছেন ভুক্তভোগী রোগী মানিক। তিনি বর্তমানে ওই হাসপাতালের ৫১৪ নম্বর কেবিনের ১০ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছেন।
বিজ্ঞাপন
শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. ইসতিয়াক আহম্মেদ জানান, অপারেশনে ওই চিকিৎসক ভুল করেছেন। এখন রোগীর সুচিকিৎসা নিশ্চিত করা ছাড়া আমার আর কিছু বলার নেই।
যদিও অভিযুক্ত ডা. এমএস রহমান সুমন দাবি করছেন, তিনি কোনো ভুল অপারেশন করেননি। তবে বাম পাশে অপারেশন করার কথা থাকলেও ডান পাশে অপারেশন করেছেন কেন? এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি।
বিজ্ঞাপন
জানা গেছে, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা মো. মানিক ২২ নভেম্বর ইসলামী ব্যাংক হাসপাতালের ডা. এমএস রহমান সুমনকে দেখান। ওইদিন মানিকের শারীরিক পরীক্ষা শেষে ডা. এম এস রহমান সুমন জানান তিনি (মানিক) হার্নিয়া রোগে আক্রান্ত। এজন্য তার বাম পাশে অপারেশন করাতে হবে। প্রেসক্রিপশনেও লিখে দেন বাম পাশে হার্নিয়া হয়েছে।
রোগী মানিক বলেন, নভেম্বরে অপারেশনের কথা বললেও অফিসে ছুটি না থাকায় আমি ডিসেম্বরে অপারেশনের সিদ্ধান্ত নিই। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি হই। পরের দিন ডাক্তার (ডা. এমএস রহমান সুমন) আমার অপারেশন করেন। জ্ঞান ফেরার পর হাত দিয়ে দেখি তিনি বাম পাশে হার্নিয়ার কথা বললেও ডান পাশে অপারেশন করেছেন।
এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা কাগজপত্র নিয়ে যান। শেষে শর্তসাপেক্ষে ওই কাগজ ফেরত পাই। হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করছেন যেন ভুল চিকিৎসার বিষয়টি কোথাও না বলি। কিন্তু আমি যেমন ভুল চিকিৎসার শিকার হয়েছি, আর কেউ যেন সেই পরিণতি ভোগ না করেন আমি সেই ব্যবস্থা চাই।
মানিক আরও বলেন, আমি রোগ থেকে বাঁচতে নিজের টাকা খরচ করে এখানে এসেছি; তাদের করুণা পেতে নয়। কিন্তু তারা টাকাও নিল আবার আমার একটি অপারেশনের কাছে দুটি অপারেশনের ব্যবস্থা করল। এতে আমি পঙ্গু হয়ে যাব।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. ইসতিয়াক আহম্মেদ বলেন, অভিযোগ শুনে আমি ওই সার্জনের সঙ্গে কথা বলেছি, রোগীর সঙ্গেও বলেছি। রোগীকে অন্য পাশের অপারেশন বিনামূল্যে করিয়ে দেয়া হবে বলেছি। তারা রাজি হয়েছিল। এখন বলছে এখানে চিকিৎসা করাবে না।
ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নিতে এসে শারীরিক যে ক্ষতির মুখে পড়েছে সেটি কিভাবে পূরণ করবেন প্রশ্নে ডা. ইসতিয়াক বলেন, এই ক্ষতি পূরণ আসলে আমি কিভাবে পুষিয়ে দিব সেটি আমারও জানা নেই। তবে তার সুচিকিৎসা নিশ্চিত করা আমার দায়িত্ব।
ডা.এম এস রহমান সুমন বলেন, অপারেশনে তার দুই পাশেই হার্নিয়া পাওয়া গেছে। একটি অপসারণ করেছি। আরেকটি করতে ছয় সপ্তাহ সময় লাগবে। রোগীর বাম পাশে হার্নিয়া অপারেশন করানোর কথা বলে অপারেশন থিয়েটারে নিয়েছেন তাহলে ডান পাশে অপারেশন করলেন কেন এমন প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি সার্জন ডা. এম এস রহমান সুমন।
প্রসঙ্গত, এর আগেও ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা পদ্ধতি নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। ভুল অপারেশনে রোগী মৃত্যুর অভিযোগও রয়েছে। সর্বশেষ বাম পাশের হার্নিয়া হলেও ডান পাশে অপারেশন করেছেন প্রতিষ্ঠানটির চিকিৎসক।
এসপি