গ্রেফতার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান

ফেনসিডিলসহ গ্রেফতার রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালাত। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের বিচারক আবু কাহার এ আদেশ দেন।

গ্রেফতার অন্যজন  হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বিশ্বনাথপুর এলাকার ওয়াহেদুজ্জামান লাজুক ওরফে সাজিদ। তিনি রাজশাহীর একটি ওষুধের দোকানের কর্মচারী। এই পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরেই এলিট শ্রেণির মাদকসেবীদের কাছে মাদক সরবরাহ করে আসছিলেন তিনি।

গত শুক্রবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ব্রিজ টোলঘর এলাকা থেকে তাদের গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। ফেনসিডিলগুলো সোনামসজিদ এলাকা থেকে রাজশাহী নিয়ে যাওয়া হচ্ছিল।

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক সাইফুর রহমান জানান, রাজশাহী জেলা পরিষদের একটি পাজেরো গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে পাঁচটি কোকাকোলার বোতলভর্তি লুজ ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। একজন সরকারি কর্মকর্তাকে গ্রেফতারে অনুমতির প্রয়োজন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে অনুমতি পাওয়ায় আটক দুজনের বিরুদ্ধে সদর মডেল থানায় শনিবার বিকেলে একটি মামলা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মামলা দায়েরের পর বিকেল সোয়া ৪টার দিকে নুরুজ্জামানকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরএআর